সীমান্ত খুলে দেয়ার সুযোগ নাই, জাতিসংঘে চিঠি দেবে বাংলাদেশ
মিয়ানমার সীমান্তে শক্ত অবস্থানে আছে বাংলাদেশ। সীমান্ত উদারভাবে খুলে দেয়ার সুযোগ নাই। মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষের জেরে বাংলাদেশের সীমান্ত এলাকায় চলমান উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে সরকার জাতিসংঘে চিঠি দেবে। বললেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন সেতুমন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি প্রথম রোহিঙ্গাদের বাংলাদেশে ঢুকতে দিয়েছিলো। তাহলে এখন তারা বিরোধিতা করছে মানবিক কারণে ক-বছর আগে রোহিঙ্গাদের ঢুকতে দিয়েছি। কিন্তু এবার আমরা কোনোভাবেই আর উদারতা দেখাতে পারবো না।
তিনি বলেন বলেন, বিএনপির মাথা খারাপ হয়ে গেছে, কর্মীদের চাঙা রাখতে তারা উল্টাপাল্টা বলছে। আমেরিকা,ঋষি সুনাক একসঙ্গে কাজ করার কথা বলেছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট বার্তা দিয়েছিলেন একসঙ্গে কাজ করার। এখন তো তাদের সব আশা শেষ। আটলান্টিক ওপার থেকেও কোন বার্তা আসেনি।
মিয়ানমার ইস্যুতে ভারত প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, মিয়ানমার সংঘর্ষের রেশ ভারতেও গেছে। ভারতীয় সীমান্ত দিয়েও মিয়ানমারের বেশ কিছু লোকের অনুপ্রবেশ ঘটেছে। ওদের সীমান্তরক্ষীও গেছে। ভারত যে মাথা ঘামাচ্ছে না, তা নয়। ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দেওয়ালও আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করে গেছেন।
তিনি আরও বলেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রী ভারতে আছেন। জয়শংকর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং অজিত দেওয়াল তাদের সঙ্গে এর মধ্যেই গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা করেছেন। এই আলোচনার মধ্যে মিয়ানমার ইস্যুটা গুরুত্ব পেয়েছে।
প্রসঙ্গত, বর্তমানে পরিস্থিতি মিয়ানমার সীমান্ত অনেকটা স্বাভাবিক আছে বলে স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন।তবে সীমান্ত এলাকার মানুষের মধ্যে থেকে আতঙ্ক যাচ্ছে না।