খেলাধুলা

টসে জিতে সাফ শিরোপা জয় করলো ভারত

খেলায় ফল না আসায় টস ভাগ্যে সাফ অনূর্ধ্ব ১৯ নারী চ্যাম্পিয়ানশিপের শিরোপা জিতলো ভারত।  নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকায় ।খেলা গড়ায় ট্রাইবেকারে। এরপরে সেখানেও সমতা থাকায়, টসে সাফ অনূর্ধ্ব ১৯ নারী চতাম্পিয়ানশিপে শিরোপা জিতলো ভারত।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল।

ম্যাচের শুরুতেই আজ গোল হজম করে বাংলাদেশ। এরপর পিছিয়ে থেকে বার বার ম্যাচে ফেরার চেষ্টা চালায় বাংলাদেশের মেয়েরা। ভারতের রক্ষণে একের পর এক আক্রমণ করে বাঘিনীরা। তবুও দেখা মিলে না কাংখিত গোলের।

এরপরে আজও ত্রাতা হয়ে আসেন  সাগরিকা। প্রথম পর্বে যিনি এই ভারতেরই বিপক্ষে শেষ মুহূর্তের গোলে জিতিয়েছিলেন বাংলাদেশকে।

নিয়ম অনুযায়ী ম্যাচ সরাসরি গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারও শেষ হয় সমতায়। দুই দলই ১১টি করে মোট ২২টি শট নেয়। যেখানে সবগুলোই গোল হয়। ১১-১১ সমতায় টাইব্রেকার শেষ হলে টসের সিদ্ধান্ত নেন রেফারি। সেখানে হেরে যায় বাংলাদেশ।

টসের কাছে স্বপ্নভঙ হয় সাগরিকাদের।

এ সম্পর্কিত আরও পড়ুন