জাতীয়

প্রথমবারের মতো দুদকের নতুন নারী সচিব খোরশেদা ইয়াসমীন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন খোরশেদা ইয়াসমীন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খোরশেদা ইয়াসমীনকে সচিব পদে পদোন্নতি দিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে তাকে ওই পদে নিয়োগ দেয়া হয়। আর দুদক সচিব মো. মাহবুব হোসেনকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব পদে বদলি করা হয়েছে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব পদে চুক্তিতে নিয়োজিত মো. এহছানে এলাহীর আবেদনের পরিপ্রেক্ষিতে তার চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। গত বছরের ২৩ নভেম্বর থেকে চুক্তিতে শ্রম সচিবের দায়িত্বে ছিলেন তিনি।

অন্যদিকে, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীনকে আরও এক বছরের জন্য ওই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, আগামী ১১ ফেব্রুয়ারি বা যোগদানের তারিখ থেকে জয়নালকে রাষ্ট্রপতির প্রেস সচিব পদে চুক্তিতে নিয়োগ দিয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন