আর্কাইভ থেকে আইন-বিচার

ঐশীর সাজা বাড়ানোর আবেদন খারিজ

পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানকে হত্যা মামলায় তাদের মেয়ে ঐশী রহমানের বিরুদ্ধে সাজা বাড়ানোর রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট। একইসঙ্গে ঐশীকে এ মামলায় আপিল করার আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৫ মার্চ) দুপুরে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এ আদেশ দেন।

এর আগে মাহাবুব হাসান রানাসহ ঐশীর আইনজীবীরা ঐশী বিষয়ক শুনানি কিশোর আদালতে নেয়ারও আবেদন জানান।

আবেদনে ঐশীকে ‘মানসিক ভারসাম্যহীন’ দাবি করে তার চিকিৎসার ব্যবস্থা করা এবং হত্যাকাণ্ডের ঘটনাস্থলে যেতে আসামি পক্ষের আইনজীবীদের অনুমতি দেয়ার জন্য আদালতের নির্দেশনা চাওয়া হয়েছিলো।

২০১৩ সালের ১৬ আগস্ট রাজধানীর মালিবাগের চামেলীবাগে নিজ বাসা থেকে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (রাজনৈতিক শাখা) পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিহত মাহফুজুর রহমানের ছোট ভাই মো. মশিউর রহমান রুবেল ২০১৩ সালের ১৭ আগস্ট পল্টন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন