শিক্ষা

এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণের দাবি

এ বছরের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণের জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। আগামী ১৪ ফেব্রুয়ারি সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে। ধর্মীয় এই অনুষ্ঠানের পরদিন ১৫ ফেব্রুয়ারি সারা দেশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা শুরু হচ্ছে। এর প্রেক্ষিতে পরীক্ষা পেছানোর দাবি তুলেছে সংগঠনটি।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের দফতর সম্পাদক মিহির রঞ্জন হাওলাদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে সংগঠনটি জানায়, সরস্বতী পূজার পরদিন ১৫ ফেব্রুয়ারি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা শুরু হচ্ছে। দেবী আরাধনার দিন পরীক্ষার প্রস্তুতি নেয়া এবং তার পরদিন পরীক্ষায় অংশগ্রহণ করা হিন্দু সম্প্রদায়ের এসএসসি পরীক্ষার্থীদের পক্ষে সম্ভব নয়। পূজার পরদিনই পরীক্ষা নেয়ার বিষয়টি ‘ধর্মীয় স্বাধীনতা’ ও ‘ধর্মীয় অনুভূতি ক্ষুণ্নের অপপ্রয়াস’ বলেও মনে করে পরিষদ।

এতে আরও বলা হয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঘোষিত পরীক্ষার এ সময়সূচি বস্তুত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ধর্ম হিন্দু ধর্মের প্রতি তুচ্ছতাচ্ছিল্যপূর্ণ মনোভাবের বহিঃপ্রকাশ। যা বাংলাদেশের ভাবমূর্তি বহির্বিশ্বে খাটো করার চক্রান্তেরই অংশমাত্র।

দাবি না মানলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে , হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের তিনজন সভাপতি ঊষাতন তালুকদার, নিম চন্দ্র ভৌমিক ও নির্মল রোজারিও এবং সাধারণ সম্পাদক রাণা দাশগুপ্ত আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এসএসসি পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করার দাবি জানান।

একই সাথে নেতৃবৃন্দ, এ ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত পদক্ষেপ গ্রহণেরও দাবি জানায়।

প্রসঙ্গত, এ বছর এসএসসি ও সমমান পরীক্ষা আগামী ১৫ ফেব্রুয়ারি বাংলা ১ম পত্র দিয়ে শুরু হবে। শিক্ষা বোর্ডের রুটিন অনুযায়ী পরীক্ষা শেষ হবে একই বছরের ১২ মার্চ। ব্যবহারিক পরীক্ষা ১৩ মার্চ থেকে ২০ মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন