দেশজুড়ে

মিয়ানমারের ২৩ অস্ত্রধারীর রিমান্ড শুনানি আজ

মিয়ানমারে চলমান সংঘাতের জের ধরে অস্ত্রসহ বাংলাদেশে অনুপ্রবেশকারী মিয়ানমারের ২৩ নাগরিককের রিমান্ড শুনানি হবে আজ।

রোববার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উখিয়া থানার ওসি শামীম হোসেন এ তথ্যটি নিশ্চিত করে জানান, গতকাল বিকালে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফাহমিদা সাত্তারের আদালতে মিয়ানমারের ২৩ নাগরিককে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়।

আদালত আজ এ মামলায় রিমান্ড শুনানি করবেন বলে জানিয়েছেন। তিনি জানান, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি বাদী হয়ে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে শুক্রবার (৯ ফেব্রুয়ারি)  দুপুরে উখিয়া থানায় মামলা দায়ের করে।

এ সংক্রান্ত মামলায় বিভিন্ন ধরনের ১২টি অস্ত্র ও ১৯৫ রাউন্ড গুলি বিজিবির পক্ষে পুলিশকে সোপর্দ করা হয়েছে। ২৩ জনের সবাই রোহিঙ্গা ক্যাম্পে রেজিস্ট্রিভুক্ত হওয়া বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক।

তিনি আরও জানান, গেলো মঙ্গলবার ভোর ও রাতে সীমান্ত দিয়ে কিছু অস্ত্রধারী মিয়ানমারের নাগরিক অনুপ্রবেশ করেছে। যাদের স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় লোকজন আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছিল।

এ সম্পর্কিত আরও পড়ুন