আন্তর্জাতিক

মিয়ানমারের বিমান হামলা যুদ্ধাপরাধের সামিল : তদন্তের দাবি অ্যামনেস্টির

গেলো জানুয়ারিতে  মিয়ানমার জান্তা সরকারের চালানো বিমান হামলা যুদ্ধাপরাধের সামিল বলে দাবি করেছে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ভারতীয় সীমান্ত সংলগ্ন কানান গ্রামে সাধারণ নাগরিকদের উপর এই হামলা চালায় মিয়ানমার সরকার।

গেলো শনিবার (১০ ফেব্রুয়ারি) সম্প্রতি মিয়ানমারের সাগাইন অঞ্চলের তামু শহরের, কানান গ্রামে জান্তা সরকারের বিমান হামলায় যুদ্ধাপরাধ তদন্তের দাবি জানিয়ে এমিনেস্টির এক প্রতিবেদনের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে মিয়ানমারের সংবাদ মাধ্যম দ্যা ইরাবতী।

প্রতিবেদনে বলা হয়, এ সংগঠনটি বিমান হামলায় সাধারণ মানুষের নিহতের বিষয় আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে দাবি জানিয়েছে।

জানা যায়, এ বছরের ৭ জানুয়ারি মিয়ানমারের সেন্ট পিটার্স ব্যাপ্টিস্ট চার্চে জান্তা সরকারের চালানো বিমান হামলায় নয় শিশু সহ ১৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়। এতে আরও ২০ জন আহত হয়। একই সাথে হামলায় ৬ টি বাড়ি ,স্কুল, ও চার্চ ধ্বংস হয়।

বিমান হামলায় নিহত বেসমারিক নাগরিকদের লাশের সারি

অ্যামনেস্টি জানায়, তাদের হাতে থাকা একটি ভিডিওতে স্পষ্ট দেখা যায় চায়নার তৈরি একটি এ-৫ যুদ্ধ বিমান ওই গ্রামের উপর উড়ছে। সাধারণত তাদাউ বিমান ঘাটি থেকে উড্ডয়ন করে এসব যুদ্ধ বিমান সাগাইন অঞ্চলের উপর হামলা চালায়। স্যাটেলাই ছবিতে দেখা যায় ওই বিমান ঘাটির রানওয়েতে এ-৫ ফাইটার দাঁড়িয়ে আছে।

সূত্র বলছে, মিয়ানমারের বিদ্রোহীরা হামলার দিন ওই গ্রামের একটি স্কুলে উৎসবের জন্য একত্রিত হওয়ার তথ্য জান্তা সরকার জানতে পারে।

গবেষণা সংস্থা নায়ান লিন থিট এনালিটিকার প্রতিবেদন অনুযায়ী, গেলো ডিসেম্বরে জান্তা সরকারের চালানো ১৬৫২ টি বিমান হামলায় ৯৩৬ জন বেসমারিক নাগরিক নিহত এবং ৮৭৮ জন নাগরিক আহত হয়েছেন।

এ হামলায় ১১৩৭ টি ধর্মীয় স্থাপনা, ৭৬ টি স্কুল ও ২৮ টি হাসপাতাল ধ্বংস হয়।

এদিকে মিয়ানমারের সেনাদের জন্য আমদানিকৃত জেট ফুয়েলের উপর নিষেধাজ্ঞা দেয়ার দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠনটি।

ইরাবতী জানায়, জান্তা সরকার অভিযোগ অস্বিকার করে দাবি করছে ওই গ্রামে হামলার দিন সকালে তাদের কোন ফাইটার যায়নি।

প্রসঙ্গত, হামলায় ক্ষতিগ্রস্ত কানান গ্রামটি দেশটির খৃষ্টান ঔদ্ধষিত সবচেয়ে বড় গ্রাম। এখানে ৭ হাজারের বেশি শীন উপজাতির বাসিন্দা আছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন