সরকার যোগাযোগ ব্যবস্থার নেটওয়ার্ক গড়ে তুলেছে
আওয়ামী লীগ সরকার আসার পর দেশজুড়ে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবশিষ্ট কাজগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা হবে বলেও জানিয়েছেন তিনি।
আজ রোববার (২২ নভেম্বর) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে মাগুরার মহম্মদপুরে মধুমতী নদীর ওপর শেখ হাসিনা সেতু, যশোরের অভয়নগরে ভৈরব নদীর ওপর একটি সেতু ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীর ওপর একটি সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া পাবনায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম বকুল স্বাধীনতা চত্বরেরও উদ্বোধন করেন তিনি। এ স্থাপনাগুলো উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী জানান, তার সরকার উন্নয়নের সুফল তৃণমূল পর্যন্ত পৌঁছে দিতে কাজ করছে। পদ্মা সেতুসহ সারাদেশের যোগাযোগ নেটওয়ার্ক অর্থনৈতিক উন্নয়নে কাজে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
শেখ হাসিনা বলেন, ‘করোনা মোকাবিলা করেও দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে।’ সুরক্ষিত থেকে করোনার দ্বিতীয় ধাক্কা মোকাবিলা করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।
এস