ব্রাজিলকে নামিয়ে দিয়ে অলিম্পিকের বিমান ধরলো আর্জেন্টিনা
২০১৬ ও ২০২০, দুই অলিম্পিকেই সোনা জেতা ব্রাজিলের সুযোগ ছিলো তৃতীয় বারের মতো হ্যাট্রিক সোনা জয়ের। তবে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা প্যারিস অলিম্পিকের বিমানেই উঠতে দিলো না ব্রাজিলকে।
প্যারিস অলিম্পিকের টিকিট কাটতে হলে ব্রাজিলকে হারানোর বিকল্প ছিলো না আর্জেন্টিনার। অন্য দিকে ড্র হলেই চলতো ব্রাজিলের। তবে সেলেসাওরা সেটিও পারেনি। আর্জেন্টিনার কাছে হেরে টানা দুই অলিম্পিকে সোনা জেতা ব্রাজিলকে দর্শক হয়ে থাকতে হবে ২০২৪ প্যারিস অলিম্পিকে।
এস্তাদিও ন্যাসিওনাল স্টেডিয়ামে ব্রাজিল ১-০ গোলে হেরেছে আর্জেন্টিনার কাছে।
এদিন ম্যাচে আর্জেন্টিনার দাপটই ছিল বেশি। তবে গোল পেতে মেসির দেশের যুবাদের অপেক্ষা করতে হয়েছে দ্বিতীয়ার্ধে ৭৮ মিনিট পর্যন্ত। একমাত্র গোলে আর্জেন্টিনাকে প্যারিসে নিয়ে যান লুসিয়ানো গুন্দো।
লাতিন আমেরিকা অঞ্চল থেকে আর্জেন্টিনা ছাড়াও প্যারিস অলিম্পিকের টিকিট কেটেছে প্যারাগুয়ে।