আন্তর্জাতিক

প্যারোলে মুক্তি পাচ্ছেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী

প্যারোলে মুক্তি পাচ্ছেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। ছয় মাস আটক থাকার পর তার প্যারোল মঞ্জুর করা হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আর্ন্তজাতিক সংবাদ সংস্থা রয়টার্স।

থাইল্যান্ডের সবচেয়ে পরিচিত প্রধানমন্ত্রী থাকসিন কারাদণ্ড এড়াতে ১৫ বছরের স্বেচ্ছানির্বাসনের পর গেলো বছরের ২২ আগস্ট থাইল্যান্ডে ফেরেন।

প্যারোলে ‘শর্তাধীনে সাময়িক সময়’র জন্য মুক্তির সুযোগ আছে। গুরুত্বপূর্ণ ও অন্যান্য শ্রেণির হাজতি বন্দিরা সাধারণত প্যারোলে মুক্তি পেয়ে থাকেন।

৭৪ বছর বয়সী থাকসিন থাইল্যান্ডের দুবারের নির্বাচিত প্রধানমন্ত্রী। ২০০৬ সালে এক সামরিক অভ্যুত্থানে তিনি ক্ষমতাচ্যুত হন। দুর্নীতির মামলায় কারাবাস এড়াতে ২০০৮ সালে থাকসিন দেশ ছাড়েন। দেশে ফিরে স্বাস্থ্যগত অবস্থার জন্য তিনি ছয় মাস হাসপাতালে ছিলেন।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন বলেছেন, সরকারি তথ্যমতে তিনি (থাকসিন সিনাওয়াত্রা) প্যারোল পেয়েছেন। এটি সংশোধন বিভাগের প্রবিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ।

তিনি বলেন, থাকসিন বহু বছর প্রধানমন্ত্রী ছিলেন এবং দীর্ঘদিন ধরে দেশের জন্য অনেক ভালো কাজ করেছেন। বেরিয়ে আসার পর তিনি একজন সাধারণ নাগরিক হয়ে হবেন।

সংশোধন বিভাগের নিয়ম অনুযায়ী, ১৮ ফেব্রুয়ারির পর থাকসিনকে মুক্তি দেয়া হতে পারে। তবে তার আইনজীবী এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি।

 

এ সম্পর্কিত আরও পড়ুন