অগ্নিকাণ্ডের ঘটনায় সেবা দিতে চট্টগ্রাম মেডিকেলে কুবি রোভার টিম
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় সেবা দিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) রোভার স্কাউট ইউনিটের চার সদস্যের একটি দল।
আজ সোমবার (০৬ জুন) রাত সাড়ে তিনটার সময় চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন তারা। এই দলের সদস্যদের মধ্যে রয়েছেন, সিনিয়র রোভারমেট আব্দুর রহমান, গার্ল ইন সিনিয়র রোভারমেট সুবাহ্ ইয়াসমিন বন্যা, রোভার সদস্য মোঃ হাছান ও মোঃ এমরান।
সিনিয়র রোভারমেট আব্দুর রহমান বলেন, 'রোভার স্কাউট এর মূলমন্ত্রই হচ্ছে সেবা। দেশের এই প্রয়োজনের সময় সেবার নিমিত্তে আমরা কুবি রোভার স্কাউট এর টিম এসেছি চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে। এই পরিস্থিতিতে আমরা এই কাজ করতে পেরে নিজেদেরকে খুবই ভাগ্যবান মনে হচ্ছে।'