জাতীয়

যুক্তরাষ্ট্র বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় অব্যাহতভাবে কাজ করছে

বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় নাগরিক সমাজ,মিডিয়া,কৃষক,শ্রমিক সংগঠনের সঙ্গে অব্যাহতভাবে কাজ করে চলছে মার্কিন যুক্তরাষ্ট্র। বললেন, ব্যুরো অব সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ান অ্যাফেয়ার্সের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি (উপ-সহকারি পররাষ্ট্রমন্ত্রী) আফরিন আখতার।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজির ২ বছর পূর্তি উপলক্ষে ওয়াশিংটনে স্টেট ডিপার্টমেন্টের ফরেন প্রেস সেন্টার আয়েজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ শক্তিশালী করার ওপর নির্ভর করছে দীর্ঘ মেয়াদী গণতন্ত্র। এক্ষেত্রে সুশীল সমাজের জন্য ক্ষেত্র তৈরিতে মনোযোগী যুক্তরাষ্ট্র।

প্রসঙ্গত, এর আগে গেলো বছর অক্টোবরে নির্বাচন ইস্যুতে ঢাকায় সফর করেছিলেন এ মার্কিন উপ-সহকারি পররাষ্ট্রমন্ত্রী।

এ সম্পর্কিত আরও পড়ুন