ক্রিকেট

সাকিবের ব্যাটে বড় সংগ্রহ রংপুরের

আবারও চট্টগ্রামে বয়ে গেলো সাকিব আল হাসানের ব্যাটিং ঝড়। সাবেক টাইগার অধিনায়কের ৩৯ বলে ৬২ রানের দুর্দান্ত ইনিংসের পর বড় সংগ্রহ পেয়েছে তার দল রংপুর রাইডার্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে চট্টগ্রাম পর্বে দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। খেলায় শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৮৭ রান সংগ্রহ করেছে উত্তরবঙ্গের দলটি।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ১৯ বলে ২৫ রান করে রনি তালুকদারের পর ১১ বলে ৪ রান করে ফিরে যান রেজা হেনড্রিক্স।  ৯ বলে মাত্র ২ রান করে আউট হন ব্যান্ডন কিং।

এরপর রংপুরের হয়ে ঝড় তোলেন সাকিব।  ৯ বলে ৫ রান করে সোহান আউট হলে শেখ মাহেদীকে নিয়ে আগাতে থাকেন টাইগার অলরাউন্ডার।  ৩৩ বলে ফিফটি তুলে নেন সাকিব থামেন ৩৯ বলে ৬২ রান করে। সাথে ১৫ বলে ৩৪ রানের মারকুটে ইনিংস খেলেন মাহেদী।

শেষদিকে হাসান মাহমুদের ২ বলে ৮ রান এবং শামীম পাটোয়ারী ৯ বলে ১৭ রানের ইনিংসে ভর করে ৮ উইকেট হারিয়ে ১৮৭ রানের বড় পুঁজি পায় রংপুর রাইডার্স।

এ সম্পর্কিত আরও পড়ুন