ফুটবল

কোপা আমেরিকার আগে ৪ টি ম্যাচ খেলবে আর্জেন্টিনা

যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকার আগে চীনে ১৮ মার্চ নাইজেরিয়ার বিপক্ষে এবং ২৬ মার্চ আইভরিকোস্টের বিপক্ষে দুটি প্রীতি খেলার কথা ছিলো আর্জেন্টিনার।

তবে হংকংয়ে ইন্টার মায়ামির হয়ে লিওনেল মেসির প্রস্তুতি ম্যাচে মাঠে না নামা নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে ম্যাচ দুটি বাতিল করে চীনের দুই শহর হাংজু এবং বেইজিংয়ের ফুটবল কর্তৃপক্ষ।

কোপা আমেরিকার আগে এ দুই প্রস্তুতি ম্যাচ বাতিলের ধাক্কা সামলে আর্জেন্টিনা এখন চারটি ম্যাচ খেলার কথা ভাবছে। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, লিওনেল মেসিরা কোপা আমেরিকার আগ মুহূর্তে যুক্তরাষ্ট্রে কনকাকাফ অঞ্চলের দুটি দলের বিপক্ষে খেলার পরিকল্পনা করছে।  সম্ভাব্য সেই দল দুটি হলো হন্ডুরাস ও ইকুয়েডর।

অন্যদিকে চীনে বাতিল হওয়া ম্যাচ দুটি একই সময়ে অন্য কোথাও আয়োজনের পরিকল্পনা করছে বিশ্বচ্যাম্পিয়নরা। সে ক্ষেত্রে আফ্রিকা কাপ অব নেশনসের দুই ফাইনালিস্ট নাইজেরিয়া এবং আইভরিকোস্টকে নিয়েই এ ম্যাচ দুটি খেলতে চায় তারা।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন