নেইমারের মোটা হওয়া নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা
জিমনেশিয়ামে ঢুকছেন নেইমার জুনিয়র। ব্রাজিলিয়ান তারকাকে দেখে মনে হচ্ছে তার ওজন অতিরিক্ত বেড়েছে। নেইমারের মেদযুক্ত শরীরের সেই ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যা নিয়ে হাসি-তামাশায় মেতেছে সমর্থকেরা।
তবে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ মনে করছে, আল হিলাল তারকার ছবি যে দিক থেকে তোলা হয়েছে, সেই ছবি দেখে মনে হতে পারে তাঁর ওজন অতিরিক্ত বেড়েছে। কিন্তু অন্য দিক থেকে তোলা ছবি দেখে খুব বেশি ওজন মনে হয় না। তবে এটাও সত্য ৩২ বছর বয়সী একজন ফুটবলারের ওজন ও ফিটনেস যেমন থাকা দরকার নেইমার সেই অবস্থায় নেই।
নেইমারের এমন মুটিয়ে যাওয়া কীভাবে দেখছেন বিশেষজ্ঞরা? ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ এ নিয়ে কয়েকজন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছে। যাদের মধ্যে একজন ব্রাজিলের জাতীয় জুডো দলের সাবেক ট্রেনার ওয়াগনার জাক্কানি। তিনি মনে করেন অস্ত্রোপচারের পর অ্যাথলেটদের ওজন বেড়ে যাওয়াটা স্বাভাবিক। কারণ, অস্ত্রোপচার করানোর পর খেলোয়াড়েরা বিশ্রামে থাকেন, অনুশীলনের পাশাপাশি নিয়ন্ত্রিত খাবার-দাবার থেকেও দূরে থাকেন। তবে জাক্কানি স্বীকার করেছেন, নেইমারের বর্তমান ফিটনেস দেখে তিনিও বেশ অবাক হয়েছেন। ছবিটিকে এডিট ভেবেছিলেন।
ফিজিওলজিস্ট আন্দ্রে লোপেজের মতে, শুধু ছবি দেখে নেইমারের শারীরিক অবস্থা বিশ্লেষণ করা সম্ভব নয়। সেই সাথে ব্রাজিল তারকার খেয়ালখুশিমতো জীবনযাপনকে তাঁর ওজন বাড়ার একমাত্র কারণ হিসেবে দেখেন না লোপেজ। নেইমার তার খাবার নিয়ন্ত্রণে রাখছেন কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন।
ব্রাজিলের পুষ্টিবিদ রোবের্তা যুক্তি শারীরিক কাজকর্ম পুরোপুরি বন্ধ না করে নেইমারের উচিত চোটের সঙ্গে সম্পর্কযুক্ত নয়, এমন সব মাংসপেশি নিয়ে কাজ করা। যাতে শরীরে জমতে না পারে অতিরিক্ত মেদ।
কিছুদিন আগেও নেইমারের মুটিয়ে যাওয়া নিয়ে সমালোচনা তৈরি হয়েছিলো। ব্রাজিলিয়ান সাবেক তারকা রোমারিও জন্মদিন অনুষ্ঠানে যোগ দেওয়া নেইমার ক্যামেরায় ধরা পড়েন তার মেদবহুল শরীর নিয়ে। তবে এরপর নেইমার নিজেকে মোটা নন বলে দাবি করে ইন্সটাগ্রাম স্টোরিতে পোস্টও করেছিলেন।