ফুটবল

শেষ মুহূর্তের নাটকীয়তায় বার্সাকে জেতালো লেভানডফস্কি

নির্ধারিত সময় ১–১ সমতা থাকার পর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে লামিনে ইয়ামালকে ফাউল করে সেল্টা ভিগোর একজন ডিফেন্ডার। ফাউল থেকে পেনাল্টি পায় বার্সেলোনা।

স্পট কিক নিতে যান রবার্ট লেভানডফস্কি।  কিন্তু তার নেয়া শট ঝাঁপিয়ে আটকে দিলেন সেল্টা ভিগো গোলকিপার ভিসেন্তে গুইতা।  লেভানডফস্কির মাথায় হাত আর সেল্তা ভিগো গোলকিপার ভাসছেন উচ্ছ্বাসে।

তবে তখনই রেফারির কানে যায় ভিএআরের বার্তা।  পরে রিপ্লে দেখে নিশ্চিত হওয়া যায় পোলিশ তারকা শট নেওয়ার আগেই লাইন ছেড়ে বেরিয়েছিলেন গোলকিপার। আবারও পেনাল্টির সুযোগ বার্সেলোনা। এবার আর মিস করেননি লেভানডফস্কি।

যোগ করা সময়ে নাটকীয়তায় রূপ নেওয়া ম্যাচে সেল্টা ভিগোকে ২–১ গোলে হারিয়ে কাতালান ক্লাবটি তুলে নিয়েছে মৌসুমে নিজেদের ১৬তম জয়।

এর আগে ম্যাচের প্রথমার্ধে ৪৫ মিনিটে বার্সার হয়ে প্রথম গোলটিও করেন লেভানডফস্কি।  তবে বিরতির পর মাঠে নেমে দুই মিনিটের ভেতরেই সমতা আনেন ইগো আসপাস।

এই জয়ে ২৫ ম্যাচ শেষে ৫৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে বার্সেলোনার অবস্থান তিনে। ২৪ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দুইয়ে জিরোনা। সমান ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে সবার ওপরে রিয়াল মাদ্রিদ।

এ সম্পর্কিত আরও পড়ুন