ফুটবল

ইতিহাদে ড্র করে লিভারপুল ও আর্সেনালের সুবিধা করলো চেলসি

ঘরের মাঠ ইতিহাদে চেলসির বিপক্ষে হারের শঙ্কায় পড়েছিলো ম্যানচেস্টার সিটি।  তবে  রদ্রির শেষ মুহূর্তের গোল বাঁচিয়েছে সিটিকে।  ম্যাচটি শেষ পর্যন্ত ড্র হয়েছে ১-১ গোলে। পেপ গার্দিওলার দলের পয়েন্ট হারানোয় লাভ হয়েছে শিরোপা দৌড়ে সিটির দুই প্রতিদ্বন্দ্বী লিভারপুল ও আর্সেনালের।

শনিবার রাতে খেলার প্রথমার্ধের ৪২ মিনিটে চেলসিকে এগিয়ে সিটির সাবেক তারকা রাহিম স্টার্লিং।  কিন্তু ৮৩ মিনিটে রদ্রির গোল বাঁচিয়ে দেয় টানা তিনবারের চ্যাম্পিয়নদের।

একই রাতে নিজেদের ম্যাচে জয় পাওয়া লিভারপুল ও আর্সেনাল  আপাতত পয়েন্ট তালিকায় সিটির ওপরে আছে। ব্রেন্টফোর্ডকে ৪-১ গোলে হারানো লিভারপুল ২৫ ম্যাচে ৫৭ পয়েন্টে এক নম্বরে।  বার্নলিকে ৫-০ গোলে উড়িয়ে সমান ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল।  এক ম্যাচ কম খেলে তিনে থাকা সিটির পয়েন্ট ৫৩।

 

এ সম্পর্কিত আরও পড়ুন