অপরাধ

উপসচিব পরিচয়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ভুয়া উপসচিব ও প্রোগ্রাম অফিসার পরিচয়ে ৪ কোটিরও বেশি টাকা আত্মসাৎ করেছে একটি চক্র। এমনই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই।

রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে, পিবিআই এর ঢাকা মেট্রো উত্তরের অফিসে সংবাদ সম্মেলনে এসব কথা জানান অতিরিক্ত ডিআইজি জাহাঙ্গীর আলম।

তারা হলেন- জুবায়ের ওরফে মো. আসাদুজ্জামান মানিক ওরফে লুৎফর রহমান (৪৭) এবং আব্দুল গফফার ওরফে সুমন চৌধুরী ওরফে সাইফুল (৭৭)।

অতিরিক্ত ডিআইজি জাহাঙ্গীর আলম জানান, দরাসা শিক্ষা অধিদপ্তরের ভুয়া উপ-সচিব, প্রোগ্রাম অফিসার কখনো সিস্টেম অ্যানালিস্টের পরিচয়ে মাদরাসার শিক্ষকদের টার্গেট করে তারা। এরপর এমপিওভুক্তি ও নব নিয়োগপ্রাপ্ত লাইব্রেরিয়ানদের বেতন ভাতাদি নিয়মিত করে দেওয়ার আশ্বাসে ৪ কোটির বেশি টাকা প্রতারণা করে আত্মসাৎ করেছে চক্রটি। চক্রের সদস্যদের রাজধানীর উত্তরা ও গাইবান্ধায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট থেকে সমস্যায় থাকা বিভিন্ন মাদ্রাসার নাম্বার সংগ্রহ করত চক্রটি। পরে অধিদপ্তরের কথা বলে সেই সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে হাতিয়ে নিত মোটা অংকের টাকা।

২০১৯ সাল থেকে চক্রটি মাদ্রাসা গুলোর সঙ্গে এভাবেই প্রতারণা করে আসছিল বলেও জানান তিনি। বলেন, এই টাকা আত্মসাতের মাধ্যমে গাইবান্ধায় দুর্গের মত একটি বাড়ি ও গাড়ি কিনেছে এই প্রতারকরা।

এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন