আন্তর্জাতিক

স্বামীকে নিয়ে নাভালনির স্ত্রীর আবেগঘন পোস্ট

সম্প্রতি কারাগারে মারা গেছেন রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনি। এর দু’দিন পর তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম আবেগঘন পোস্ট দিলেন স্ত্রী ইউলিয়া নাভালনায়া।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (১৮ ফেব্রুয়ারি) ইনস্টাগ্রামে দেয়া ওই পোস্টে ইউলিয়া লিখেছেন, “আমি তোমাকে ভালোবাসি।” পোস্টে নিজেদের একটি ছবি যুক্ত করেছেন ইউলিয়া। এতে দেখা যায়, তারা কোনও প্রদর্শনী উপভোগ করছেন। পরস্পরের মাথার স্পর্শ করে আছে।

রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের একটি কারাগারে বন্দি ছিলেন ৪৭ বছর বয়সী নাভালনি। ৩০ বছরের কারাদণ্ডের সাজা ভোগ করছিলেন তিনি। গত শুক্রবার ওই কারাগারেই তার মৃত্যু হয়।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক হিসেবে পরিচিত ছিলেন নাভালনি।

নাভালনিকে পুতিনের অন্যতম শক্তিশালী রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করা হচ্ছিল। তিনি সরকারি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে আসছিলেন। ক্রেমলিনের বিরুদ্ধে বড় ধরনের বিক্ষোভেও তিনি নেতৃত্ব দিয়েছিলেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ পশ্চিমা নেতারা নাভালনির সাহসিকতার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। নাভালনির মৃত্যুর জন্য পুতিনকে দায়ী করেছেন তারা। যুক্তরাজ্যের পক্ষ থেকে বলা হয়েছে, এর পরিণতি রাশিয়াকে ভোগ করতে হবে।

 

View this post on Instagram
 

A post shared by Юлия Навальная (@yulia_navalnaya)

এ সম্পর্কিত আরও পড়ুন