আর্কাইভ থেকে বাংলাদেশ

মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা

দেশের রংপুর, ময়মনসিংহ ও সিলেটের অনেক জায়গা এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের উত্তরাঞ্চলে বিচ্ছিন্নভাবে মাঝারি ধরণের ভারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (১১ জুন) সকালে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য পাওয়া যায়।

বিজ্ঞতিতে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ বিহার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু দেশের উত্তরাংশে মোটামুটি সক্রিয়।মৌসুমী বায়ু উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। 
সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। 

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মৃদু তাপ প্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 

আবহাওয়া অফিস আরও জানায়, আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় রংপুরের রাজারহাটে সর্বোচ্চ ১৪৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া রংপুরে ৩১, সিলেটে ২৭, নেত্রকোনায় ২৫, তেঁতুলিয়ায় ১৬, ময়মনসিংহতে ১০ ও শ্রীমঙ্গলে ০৫ মিলিমিটার বৃষ্টি হয়। এ সময় ঢাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হয়নি। 

 

এ সম্পর্কিত আরও পড়ুন