সাকিবকে নিয়ে ফের দুঃসংবাদ দিলো বিসিবি
সাকিব আল হাসানকে নিয়ে ফের দুঃসংবাদ দিলো বিসিবি। শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাটিতে আসন্ন ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে খেলছেন না তিনি।
আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।
ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জানিয়েছেন, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছুটি নিয়েছেন টাইগার এই অলরাউন্ডার। ফলে জাতীয় দলে সাকিবের ফেরা আরও দীর্ঘ হচ্ছে।
গেল বছরের ওয়ানডে বিশ্বকাপের পর আর জাতীয় দলের হয়ে খেলেননি সাকিব। আঙুলের ইনজুরির পর যুক্ত হয় চোখের সমস্যাও। সবমিলিয়ে বেশ অস্বস্তিতেই ছিলেন তিনি।
চোখের সমস্যার কারণে বিপিএলের প্রথম পাঁচ ম্যাচে সেভাবে খেলতেই পারেননি সাকিব। বিদেশে চোখ দেখিয়ে চিকিৎসা নিয়ে এলেও সাকিব ফিরছিলেন না স্বরূপে। কিন্তু এরপরেই ঘুরে দাঁড়িয়ে চলমান বিপিএলে দারুণ খেলছেন সাকিব। টুর্নামেন্ট সেরা হওয়ার দৌঁড়ে সবার থেকে এগিয়ে রয়েছেন তিনি।
চেনা ফর্মে ফিরলেও জাতীয় দলে সহসাই দেখা মিলছে না সাকিবের। চলতি বছরের জুনে বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। তার আগে মার্চে বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা। বিশ্বকাপের প্রস্তুতির শুরুটা শ্রীলঙ্কাকে দিয়ে হলেও সেখানে সাকিবকে পাচ্ছে না বাংলাদেশ।
এদিকে, তিন ফরম্যাটের অধিনায়কের দায়িত্ব থেকে সরে গেছেন সাকিব। নতুন করে বোর্ড দায়িত্ব দিয়েছে সব ফরম্যাটের জন্য নাজমুল হোসেন শান্তর কাঁধে। আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন টাইগার টপঅর্ডার এই ব্যাটার।
আগামী ১ মার্চ পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকায় পা রাখবে লঙ্কানরা। এরপর তারা টি-টোয়েন্টির ভেন্যু সিলেটে উড়াল দেবে। তাদের আগমনের দিনই অনুষ্ঠিত হবে বিপিএলের দশম আসরের ফাইনাল। সিরিজের প্রথমে হবে টি-টোয়েন্টি। ফরম্যাটটিতে আগামী ৪, ৬ ও ৯ মার্চ যথাক্রমে তিনটি ম্যাচ হবে সিলেটে।
এরপর তিনটি ওয়ানডে খেলতে দু’দল চট্টগ্রামে উড়াল দেবে। ৫০ ওভারের ম্যাচগুলো হবে যথাক্রমে ১৩, ১৫ ও ১৮ মার্চ। শেষদিকে টেস্ট ফরম্যাটের ম্যাচগুলো ভাগ করে অনুষ্ঠিত হবে সিলেট ও চট্টগ্রামে। ২২-২৬ মার্চ প্রথম টেস্ট হবে সিলেটে। এরপর ৩০ মার্চ থেকে ৩ এপ্রিল দ্বিতীয় টেস্ট চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে গড়াবে।
ওয়ানডে দল: নাজমুল শান্ত (অধিনায়ক), এনামুল হক, সৌম্য সরকার, তানজিদ তামিম, লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম সাকিব, মোস্তাফিজুর রহমান।
টি-টোয়েন্টি দল: নাজমুল শান্ত (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক, নাঈম শেখ, তাওহীদ হৃদয়, সৌম্য সরকার, শেখ মাহেদী, মাহমুদউল্লাহ, তাইজুল ইসলাম, রিশাদ আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম সাকিব, আলিস আল ইসলাম।