সাক্কুর স্ত্রীকে সংবিধান পড়ার কথা বললেন কায়সার
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে সদ্যবিদায়ী মেয়র মনিরুল হক সাক্কুর স্ত্রী আফরোজা জেসমিন টিকলিকে সংবিধান পড়ে মাথাটা ঠান্ডা করে কথা বৈলতে বললেন স্বতন্ত্র মেয়রপ্রার্থী নিজাম উদ্দিন কায়সার।
শনিবার (১১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা নগরীর শিশুমঙ্গল রোডে তার নির্বাচনী কার্যালয়ে ইশতেহার ঘোষণার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
কায়সার বলেন, টিকলিকে নির্বাচনী প্রচারে আরও সংবেদনশীল হতে হবে।
নিজাম উদ্দিন কায়সার বলেন, আসলে ভাবিরা হচ্ছে মায়ের জাতি, মায়ের জাতিকে নিয়ে আমি কথা বলতে চাই না। ভাবিকে (টিকলি) বলবো, আপনি বাংলাদেশের সংবিধানটা একটু পড়েন, কুমিল্লা সিটি করপোরেশনে মেয়র হতে হলে কী যোগ্যতা প্রয়োজন, সেটা স্পষ্টভাবে লেখা আছে। আপনার প্রতি অনুরোধ রইলো সংবিধান পড়ে মাথাটা ঠান্ডা করে কথা বলুন।
টিকলির প্রতি অনুরোধ জানিয়ে কায়সার বলেন, এমন কথা বার্তা বইলেন না। যার ফলে আপনার অতীত নিয়ে মানুষ ঘাটাঘাটি করবে। পরে মুখ লুকানোর জায়গা খুঁজে পাবেন না।
যুক্তরাষ্ট্রের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনীতির বয়স পাঁচ বছরের কম। তিনি যদি এত কম সময় রাজনীতি করে প্রেসিডেন্ট হতে পারেন, আমার ২৫ বছরের রাজনৈতিক ক্যারিয়ার রয়েছে। তাহলে আমি কেন মেয়র হতে পারবো না?
এর আগে শুক্রবার (১০ জুন) বিকেলে মনিরুল হক সাক্কুর এক নির্বাচনী পথসভায় আফরোজা জেসমিন টিকলি স্বতন্ত্রপ্রার্থী নিজাম উদ্দিন কায়সারের মেয়র হওয়ার বয়স নিয়ে প্রশ্ন তোলেন। এসময় তিনি বলেন, কায়সার, তুমি থাকো রাজনীতির মাঠে, ২০ থেকে ২৫ বছর পর জনগণ চিন্তা করবে তুমি মেয়র হবে কী হবে না।