জাতীয়

পেঁয়াজ যথেষ্ট উৎপাদন হচ্ছে, আগামীতে আমদানি করতে হবে না : প্রধানমন্ত্রী

পেঁয়াজ আমাদের যথেষ্ট উৎপাদন হচ্ছে। সেটা আমরাই শুরু করেছি। পেঁয়াজের বীজ উৎপাদন আমরা শুরু করেছি। আগামীতে আমদানি করতে হবে না। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তিনদিনের জার্মানি সফর সম্পর্কে জাতিকে অবহিত করতে সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আপনার যখন নিউজ করেন তখন তারাই লুকিয়ে রাখা পেঁয়াজ বের করে। বাজারে তার একটা প্রভাব আছে। সেজন্য দামগুলো সামঞ্জস্য হয়। এগুলো বাস্তব কথা, আমি খোলামেলা কথা বলছি, লুকানোর কিছু নাই।

শেখ হাসিনা বলেন, হাওর অঞ্চলের ৭০ ভাগ আমরা ভর্তুকি দিচ্ছি আর অন্যান্য অঞ্চলে ৫০ ভাগ ভর্তুকি দিচ্ছি। আমি নির্দেশ দিয়েছি কো-অপারেটিভের মাধ্যমে কৃষি কাজের মেশিনগুলো থাকবে। সেখান থেকে কৃষক মেশিন নেবে, ব্যবহার করবে। কোনো ব্যক্তির ওপর কৃষকদের নির্ভরশীল থাকতে হবে না। এই উদ্যোগটা আমরা নিচ্ছি।

তিনি বলেন, ছোট ছোট মেশিন আমাদের এখানেও তৈরি করছি। আমাদের কৃষি বিজ্ঞানীরা যথেষ্ট কাজ করছে। আমি সরকারে আসার পর থেকেই কৃষি গবেষণার উপর গুরুত্ব দিয়েছি। আমি আলাদা বাজেট অ্যালোকেশন করি। তখন থেকে গবেষণা শুরু। সেই গবেষণার ফলে আজকে সবজি থেকে শুরু করে ফলমূল, আমাদের ফসল প্রচুর উৎপাদন হচ্ছে। উৎপাদনে কোনো ঘাটতি নেই।

শেখ হাসিনা বলেন, দেশে দুর্ভিক্ষের ষড়যন্ত্র এখনও আছে; নির্বাচন যারা চায়নি তারাই এই চক্রান্ত চালিয়ে যাচ্ছে। যারা পণ্য মজুত করে দাম বাড়ায় তাদের গণধোলাই দেয়া উচিত।

শেখ হাসিনা বলেন, ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র আছে। আমি আসার পর থেকে বারবার আমাকে বাধা দেয়া হয়েছে, আমি যেন ক্ষমতা না যেতে পারি। ৭৫-এ জাতির পিতা হত্যাকে ধরেন না কেন? রাসেলকে তো তারা ছাড়েনি। কেন? ওই রক্তের কেউ বাংলাদেশে ক্ষমতায় আসতে না পারে। আমি আর আমার ছোট বোন বিদেশে ছিলাম বেঁচে গেছি, তারপরও ফিরে এসে দায়িত্ব নিয়েছি।

তিনি বলেন, নির্বাচন যাতে না হয় তার জন্য বিরাট চক্রান্ত ছিল আপনারা জানেন। ২৮ অক্টোবরের কথাটা চিন্তা করেন, ২০১৩ সালে অগ্নিসন্ত্রাস, এগুলো হঠাৎ করে করার কথা না, এগুলো পরিকল্পিতভাবে করা। যারা নির্বাচন বানচালের পক্ষে, তারা যখন দেখল যে নির্বাচন কোনোভাবে আটকাতে পারবে না, তখন চক্রান্ত হলো জিনিসের দাম বাড়বে। তারপর সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হবে। তখন আন্দোলন করে সরকারকে উৎখাত করব। এটা তাদের পরিকল্পনার অংশ। এ চক্রান্তটা আছে।

শেখ হাসিনা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ক্রমবর্ধমান নিরাপত্তা ঝুঁকি এবং তা মোকাবিলায় অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানাই।জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট সমস্যা মোকাবিলায় প্রয়োজনীয় অর্থায়নের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার জন্য বিশ্বের সকলকে একযোগে কাজ করার আহ্বান জানাই। জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক ঝুঁকি মোকাবিলায় আমি ধনী দেশসমূহের রাজনৈতিক অঙ্গীকারের দ্রুত বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট সকলকে পারস্পরিক অংশীদারিত্ব ও সহযোগিতার ভিত্তিতে একযোগে কাজ করার আহ্বান জানাই।

এ সম্পর্কিত আরও পড়ুন