আর্কাইভ থেকে বাংলাদেশ

কন্টেইনার বিস্ফোরণ: আরেক ফায়ার ফাইটারের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোয় বিস্ফোরণে গুরুতর আহত ফায়ার ফাইটার গাউসুল আজম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে দুর্ঘটনায় ১০ জন ফায়ার ফাইটার মারা গেছেন। এখনও নিখোঁজ রয়েছেন তিনজন। 

শনিবার (১১ জুন) দিবাগত রাত ৩টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার।

তিনি জানান, সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোর বিস্ফোরণ দুর্ঘটনায় গুরুতর আহত গাউসুল আজম মারা গেছেন। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত ৩টায় তিনি মারা যান।

গেলো ৪ জুন (শনিবার) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার পর রাসায়নিকের কন্টেইনারে একের পর এক বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। 

এ অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত মৃতের সংখ্যা ৪৪ জন। ২৫ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ১৬ জনের পরিচয় মেলেনি। 

টিআর

এ সম্পর্কিত আরও পড়ুন