খেলাধুলা

প্লে অফ খেলতে টার্গেট নাগালে রাখলো বরিশাল

প্লে অফ খেলতে হলে এ ম্যাচে জয়ের বিকল্প নেই  বরিশালের। গ্রুপ পর্বের বাঁধা পেরোতে টার্গেট নাগালে রেখেছে বরিশাল। কুমিল্লার দেয়া ১৪১ রানের লক্ষ্যে কিছুক্ষণ পরে ব্যাটিং করতে নামবে ফরচুন বরিশাল।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিপিএলের এবারের আসরের ৪১ তম ম্যাচে মিরপুরে  মুখোমুখি হয় দুই দল।

ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে পড়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে, কুমিল্লার হয়ে ওপেনিংয়ে লিটনের সঙ্গে নামেন সুনিল নারিন। চতুর্থ ওভারের শেষ বলে নারিন ফেরেন ১৮ বলে ১৬ রান করে। সপ্তম ওভারের দ্বিতীয় বলে তাইজুল ইসলামের বলে বোল্ড হন লিটন। ১২ বলে ১২ রান করেন কুমিল্লার অধিনায়ক।

একে একে তৌহিদ হৃদয়, এন্ড্রু রাসেল, মঈন আলী সবাই ই আজ ব্যর্থ হন।

কুমিল্লার হয়ে সর্বোচ্চ রান করেন জাকির আলী। ১৬ বলে ৩৮ রান করে নট আউট ছিলেন তিনি।

এদিকে ফরচুন বরিশালের হয়ে তিন ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট নেন তাইজুল ইসলাম। এছাড়া মোহাম্মাদ সাইফুদ্দিন নেন দুটি উইকেট।

বরিশালের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৪০ রান করে কুমিল্লা।

এ সম্পর্কিত আরও পড়ুন