দেশজুড়ে

পঞ্চগড় পুলিশ সুপার সিরাজুল হুদা রাসেল পিপিএম পদকে ভূষিত  

সাহসিকতা, বীরত্বপূর্ণ অবদান, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলা মূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদান রাখা এবং সেবামূলক কাজরে জন্য পঞ্চগড় পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা রাসেল এবারে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) সেবা পদকে ভুষিত হয়েছেন।

বীরত্বর্পূণ অবদান এবং সেবামুলক কাজের জন্য সারা দেশে চারশ জন পুলিশ কর্মকর্তার মধ্যে তিনিও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) পদক প্রাপ্তীতে মনোনীত হন। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়রে জন নিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপন আকারে এই পদক প্রাপ্তীর তালিকা প্রকাশ করা হয়। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) প্রধান মন্ত্রী এই পদক প্রদান করবেন। এই পদক পুলিশের চাকরিতে খুবই সম্মাজনক হিসেবে বিবেচিত হয়। এর আগে কর্মজীবনে তিনি ২০১৫ সালে পিপিএম (সাহসিকতা) পদক লাভ করেন। এছাড়া ২০১৮,২০২০ এবং ২০২৩ সালে আইজিপিস ব্যাজ অর্জন করেন। রাষ্ট্রপতি পুলিশ পদকে (পিপিএম) ভূষিত পঞ্চগড় পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা রাসেলের পিতার নাম বীর মুক্তিযোদ্ধা মো. নূরুল হুদা (সাবেক কমান্ডার, সদরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ফরিদপুর জেলা) তার মাতার নাম মিসেস হোসনে আরা হুদা। তিনি ফরিদপুর জেলার সদরপুর উপজেলার বাবুরচর গ্রামে জন্মগ্রহন করেন। তিনি বাবুরচর উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯৬ সালে এসএসসি পাস করেন। ঢাকা কলেজ থেকে ১৯৯৮ সালে এইচএসসি পাস করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৯-২০০০ সেশনে ভর্তি হয়ে এলএলবি (সম্মান) এলএলএম পাশ করেন। ২৭তম বিসিএস এর মাধ্যমে ২০০৮ সালে সহকারি পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। ২০১৬ সালে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি  লাভ করেন এবং ২০২২ সালে পুলিশ সুপার হিসেবে পদোন্নতি লাভ করেন। পুলিশ সুপার হিসেবে পদোন্নতির পর ২০২২ সালের ২৭ আগস্ট পঞ্চগড় জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। এর আগে তিনি হবিগঞ্জ, মৌলভীবাজার জেলায়  এএসপি (সার্কেল) হিসেবে দায়িত্ব পালন করেন এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে ডেপুটি সার্জেন্ট অ্যাট আর্মস হিসেবে দীর্ঘ সময় কর্মরত ছিলেন।

 

এ সম্পর্কিত আরও পড়ুন