আর্কাইভ থেকে বিএনপি

খালেদা জিয়ার অবস্থার উন্নতি নেই, বসছে ১২ সদস্যে মেডিকেল বোর্ড

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি বা অবনতি কোনটিই হয়নি। এ অবস্থায় তার চিকিৎসায় করনীয় ঠিক করতে বিকেলে বৈঠকে বসছেন মেডিকেল বোর্ডের চিকিৎসকরা।

আজ সোমবার (১৩ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, মেডিকেল বোর্ডে এভারকেয়ার হাসপাতালের ১২ চিকিৎসক আছেন। আর বাইরের চিকিৎসক আছেন ছয়জন।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, ম্যাডাম এখনো সিসিইউতে আছেন। তার শারীরিক অবস্থার বড় কোনও পরিবর্তন হয়নি। আগের অবস্থাতেই আছেন। তার শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকেরা চিন্তিত।

গেলো শনিবার বেলা ২টা থেকে খালেদা জিয়াকে ৭২ ঘণ্টার জন্য নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এই সময় শেষ হওয়ার পরও সোমবার তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি।

শুক্রবার রাতে হাসপাতালে ভর্তির পর খালেদা জিয়ার তিনটি ব্লক ধরা পড়েছিল। এর মধ্যে একটি ছিল ক্রিটিক্যাল (জটিল)। সেখানে রিং স্থাপন করা হয়েছে। বাকি দুটি ব্লকের আচরণ কেমন হবে তা এখনো বলা মুশকিল।

এ সম্পর্কিত আরও পড়ুন