আর্কাইভ থেকে বাংলাদেশ

কন্টেইনার বিস্ফোরণ: আরও একজনের দেহাবশেষ উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোয় বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মরদেহ উদ্ধার। এখন পর্যন্ত এই ঘটনায় ৪৯ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ জুন) এ তথ্য জানা যায়। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেন গাউসিয়া কমিটির প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার।

তথ্যসূত্রে জানা গেছে, দুপুরে সিআইডির ক্রাইম সিন টিম কাজ করার সময় একজনের শরীরের দেহবাশেষ পড়ে থাকতে দেখে। এরপর সিআইডির সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংস্থা গাউসিয়া কমিটির সদস্যরা শরীরের তিনটি অংশ উদ্ধার করে অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। 

এর আগে শনিবার (১১ জুন) দুপুরে পার্ক ভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নুরুল কাদের নামে একজন মারা যান। তার শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল।

শনিবার দিবাগত রাত ৩টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফায়ার ফাইটার আহত গাউসুল আজম মারা যান।

গেলো ৪ জুন (শনিবার) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার পর রাসায়নিকের কন্টেইনারে একের পর এক বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

টিআর

 

এ সম্পর্কিত আরও পড়ুন