ফুটবল

পাপনের জন্য ডি মারিয়ার স্বাক্ষরিত জার্সি

চলতি বছর মে মাসের দিকে আসার কথা রয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা ডি মারিয়ার। মেসির এই সতীর্থকে বাংলাদেশে আনবেন ভারতের ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত।

ডি মারিয়া এরই মধ্যে বর্তমান যুব ও ক্রীড়া মন্ত্রী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের জন্য আর্জেন্টিনার একটি জার্সিতে স্বাক্ষর করেছেন। বিষয়টি শতদ্রু দত্ত নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে পোস্ট করেছেন।

এর আগে গত বছরের জুলাইয়ে আরেক আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে ও অক্টোবরে ব্রাজিলিয়ান কিংবদন্তী রোনালদিনহোকে ঢাকায় এনেছিলেন ভারতের এই ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত।

যদিও এই দুই ফুটবল তারকার আগমনকে কেন্দ্র করে ছিল নানা সমালোচনা। সেখান থেকে প্রাপ্ত শিক্ষা মারিয়ার আগমনে কাজে লাগাতে চান শতদ্রু, ‘এবার বাংলাদেশে একটু বেশি সময় থাকতে পারে (ডি মারিয়া)। এবারের অনুষ্ঠান আরও সুন্দরভাবে করার পরিকল্পনা। কোনো স্টেডিয়ামে বা বড় জায়গায় হতে পারে’।

এ সম্পর্কিত আরও পড়ুন