আর্কাইভ থেকে দেশজুড়ে

সিলেটে গভীর রাতে ওসমানীনগরে সড়ক দুর্ঘটনা নিহত এক

সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরের ব্রাহ্মণবাজারে দাঁড়িয়ে থাকা ট্রাক ও যাত্রীবাহী গ্রিন লাইন বাসের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৯ জন আহত হন।

সোমবার (১৫ মার্চ) দিবাগত রাত পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে।

রাত ৪টায় বিষয়টি নিশ্চিত করেন ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ শ্যামল বনিক।

তিনি জানান, নিহত ওই ব্যক্তি গ্রিন লাইনের যাত্রী ছিলেন। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বর্তমানে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান ওসি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওসমানীনগরের ব্রাহ্মণবাজারে রাস্তার পাশে আগে থেকেই দাঁড়িয়ে ছিলো একটি ট্রাক। এ সময় সিলেট থেকে বেপরোয়া গতিতে ছুটে যাওয়া গ্রিন লাইনের একটি বাস পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে গ্রিন লাইনের একজন যাত্রী গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। 

এছাড়া বাসে থাকা আরো ৯ জন যাত্রী আহত হয়েছেন। তারা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন