আর্কাইভ থেকে বাংলাদেশ

দেশবরেণ্য শিল্পীরা গাইলেন পদ্মা সেতুর থিম সং

২৫ জুন ২০২২, উদ্বোধন হতে যাচ্ছে পদ্মা বহুমুখী সেতু। সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে স্বপ্নের এ সেতু। পদ্মা সেতু নিয়ে চলছে নানা আয়োজন। বহুল প্রত্যাশার পদ্মা সেতুর উদ্বোধনী উপলক্ষে থিম সং তৈরি করেছেন দেশবরেণ্য সংগীত তারকারা।

এর আগে সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে সেতু দেখিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি জানান, ২৫ জুন সবাইকে নিয়ে উৎসব হবে পদ্মার দুই পাড়ে।

কবীর বকুলের লেখা থিম সংয়ে সুর করেছেন কিশোর দাস। গর্বের পদ্মা সেতু নিয়ে গানটি গেয়েছেন সাবিনা ইয়াসমিন, রফিকুল আলম, রেজওয়ানা চৌধুরী বন্যা, কুমার বিশ্বজিৎ, বাপ্পা মজুমদার, মমতাজ থেকে আজকের দিলশাদ নাহার কনা, ইমরান মাহমুদুল আর নিশীতা বড়ুয়া। গানের ভিডিওটি রেকর্ড করা হয়েছে পদ্মা পাড়েই। 

উদ্বোধনের আগেই পদ্মা সেতুর ওপর হাঁটছেন, গাইছেন আর ফটোশুটে মেতেছেন শিল্পীরা! সবাই মিলে দিনভর কাটিয়েছেন স্বপ্নের সেতুর ওপর। গণমাধ্যমের কাছে শিল্পীরা বলছেন, এ সঙ্গীতে অংশ নিয়ে তারাও অংশ হয়ে গেলেন একটি ইতিহাসের।

অনন্যা চৈতী

এ সম্পর্কিত আরও পড়ুন