ফুটবল

ব্রাজিলের দুই প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ চূড়ান্ত

চলতি বছরের জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে দক্ষিণ আমেরিকার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের সব থেকে জনপ্রিয় টুর্নামেন্ট কোপা আমেরিকা। সেই প্রতিযোগিতার আগে যুক্তরাষ্ট্রেই দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল।

সেই দুই ম্যাচের একটির প্রতিপক্ষ গত বছরের ডিসেম্বরে ঠিক করেছিলো ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। তারা জানিয়েছিল, ৮ জুন মেক্সিকোর বিপক্ষে খেলবে সেলেসাওরা।

এবার পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষের নামও ঘোষণা করা হলো।  ইউএস সকার মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাতে জানিয়েছে, ১২ জুন ব্রাজিলের বিপক্ষে খেলবে যুক্তরাষ্ট্র। ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরলান্ডোতে হবে ব্রাজিল-যুক্তরাষ্ট্র ম্যাচটি।

ঐ দুই প্রস্তুতি ম্যাচের আগে মার্চের ফিফা উইন্ডোতে আরও দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। সেই দুই ম্যাচে ব্রাজিল মাঠে নামবে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে। ২৩ মার্চ লন্ডনে ইংল্যান্ডের বিপক্ষে খেলার পর ২৬ মার্চ মাদ্রিদে ব্রাজিলের খেলবে স্পেনের বিপক্ষে।

এ সম্পর্কিত আরও পড়ুন