র্যাব পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ১
র্যাব পরিচয়ে প্রতারণার অভিযোগে রাজধানীর বিমানবন্দর থানার হজ ক্যাম্প এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। ওই ব্যক্তির নাম জীবন চৌধুরী (৪৮)। এ সময় র্যাবের একটি জ্যাকেট, ভুয়া পরিচয়পত্র ও একটি মুঠোফোন জব্দ করা হয়েছে।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে তাকে গ্রেপ্তার করা হয়। আজ র্যাব-১-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জীবন চৌধুরী নিজেকে র্যাব পরিচয় দিয়ে চাকরি দেওয়ার কথা বলে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছেন, এমন অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে র্যাবের একটি জ্যাকেট, ভুয়া পরিচয়পত্র ও একটি মুঠোফোন জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার জীবন চৌধুরী র্যাব কর্মকর্তাদের জানিয়েছেন, তিনি র্যাব পরিচয়ে বেদখল হওয়া জমি উদ্ধার করে দেয়ার কথা বলে মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ করেছেন। এ ছাড়া র্যাব পরিচয়ে এলাকার বিভিন্ন মানুষকে ভয়ভীতিও দেখাতেন।
প্রসঙ্গত, গ্রেপ্তার জীবন চৌধুরীকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।