আর্কাইভ থেকে বাংলাদেশ

টেস্ট সিরিজে খেলা হচ্ছে না ইয়াসিরের

ইয়াসির আলী রাব্বির চোটের কারণে টেস্ট সিরিজে খেলা হচ্ছে না । গত ১০ জুন ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্টস একাদশের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়েছিলেন তিনি। এরপর এমআরআই করানো হয় তার। সেখানে দেখা যায় লুম্বার স্পাইনে চোট আছে তার। 

আজ মঙ্গবার (১৪জুন) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

চোট সেরে উঠতে কমপক্ষে দুই থেকে তিন সপ্তাহ চাই তার। সে কারণেই উইন্ডিজ সফরে টেস্ট সিরিজে তাকে পাচ্ছে না বাংলাদেশ দল। এ দিকে মুশফিকুর রহিম হজের কারণে নেই এই সিরিজে। 

শূন্যস্থান পূরণে বিকল্প হিসেবে ইয়াসিরকে রাখা হচ্ছিল। তবে চোটের কারণে সেটা আর হচ্ছে না।  

বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম তার চোট প্রসঙ্গে বলেছেন, ‘এই ধরনের চোট থেকে সেরে উঠতে দুই থেকে তিন সপ্তাহের মতো সময় নেয়। এর ফলে সে টেস্ট সিরিজে খেলতে পারবে না।’ আর এই দুঃসংবাদ মিলল টেস্ট সিরিজ শুরুর ঠিক দুই দিন আগে। 

আগামী ১৬ জুন সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে দুই দল। অ্যান্টিগায় হবে এই ম্যাচ। এরপর সেন্ট লুসিয়ায় সিরিজের দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ দল।

 

এসআই/

এ সম্পর্কিত আরও পড়ুন