ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক
চার ঘণ্টা পর ঢাকার সঙ্গে স্বাভাবিক হয়েছে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে টাঙ্গাইল কমিউটারের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এর পর ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
টাঙ্গাইল রেল পুলিশের এস আই আকবর জানায়, সকাল ৮টা ১৫ মিনিটের দিকে টাঙ্গাইল রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশে টাঙ্গাইল কমিউটার ট্রেন ছেড়ে যায়। করটিয়া এলাকায় পৌঁছার পর ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। যার ফলে উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
এর আগে টাঙ্গাইল কমিউটার ট্রেনটি ঘারিন্দা স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে সকাল সাড়ে ৭টার পর ছেড়ে আসে।
মহেড়া রেলওয়ে স্টেশন অফিসার সোহেল মিয়া বলেন, ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে ইঞ্জিন উদ্ধার করে। এরপর বেলা সোয়া ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।