দুর্ঘটনা

সিলেটে ত্রিমুখী সংঘর্ষ, নারীসহ নিহত ২

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা, পিকআপ ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে নারীসহ দু’জন নিহত হয়েছেন। হাসপাতালে নেয়ার নারীসহ দু’জন মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে দক্ষিণ সুরমার লালাবাজার এলাকার ভরাউটের রাস্তার মুখের সিলেট-ঢাকা মহাসড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতেরা হলেন- সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দলইরগাঁওয়ের সোনা মিয়ার স্ত্রী নাজমা বেগম (৪৩) ও অটোরিকশা চালক বিশ্বনাথের পীরেরবাজার বর্ণী গ্রামের ধনাই মিয়ার ছেলে মুনসুর আলী (২৭)।

পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট থেকে ছেড়ে যাওয়া নিবন্ধনহীন অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ও প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে চালক ও তার ৫ যাত্রী আহত হন। এর মধ্যে নাজমা বেগম ও মনসুর আলীর অবস্থা আশঙ্কাজনক ছিল। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে নেয়ার পরে নাজমা ও মনসুর মারা যান।

সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান গণমাধ্যমে বলেন, সড়ক দুর্ঘটনায় দু’জন মারা গেছেন। এছাড়া আহত হয়েছেন আরও তিনজন। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন