আর্কাইভ থেকে বাংলাদেশ

কুসিক নির্বাচনে এগিয়ে সাক্কু

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে এগিয়ে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু।

১০৫টি কেন্দ্রের মধ্যে ১০১টি কেন্দ্রের ফলাফলে মনিরুল হক সাক্কু পেয়েছেন ৪৮৪৯২ ভোট,  আরফানুল হক ৪৭৮৬৩ ভোট,  নিজামউদ্দিন ২৮১৪২ ভোট।

কুসিক নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন স্তরের ৩ হাজার ৬০৮ জন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। বসানো হয়েছে সিটির বিভিন্ন পয়েন্টে ৭৫টি চেকপোষ্ট। ভ্রাম্যমান মোবাইল টিম ছিল ১০৫টি, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১২ প্লাটুন, র‌্যাপিড অ্যাকশন ব্যটালিয়ন ৩০টিম, অর্ধশত নির্বাহী ও ৯ জন বিচারিক ম্যাজিস্ট্রেট ছিলেন। এর বাইরে সাধারণ ও গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে ছিল যথাক্রমে ২২ ও ২৪ জন করে পুলিশ, আনসারসহ গ্রাম পুলিশের সদস্য।

কুমিল্লা সিটিতে এবারের নির্বাচনে ৫ মেয়র প্রার্থীসহ সাধারণ ও সংরক্ষিত মিলিয়ে ১৪৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। কুমিল্লা নির্বাচনে এবার মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৮২৬ জন। আর নারী ভোটার ১ লাখ ১৭ হাজার ৯২ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন দুইজন। এবারে নতুন ভোটার ২২ হাজার।

এ সম্পর্কিত আরও পড়ুন