গাজায় ইসরায়েলি হামলায় ৭ জিম্মি নিহত
গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় হামাসের কব্জায় থাকা জিম্মিদের মধ্যে ৭ জন নিহত হয়েছেন।নিহতদের মধ্যে ৪ জন ইসরায়েলি এবং ৩ জন বিদেশি নাগরিক।
স্থানীয় সময় শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে হামাস। এতে বলা হয়, গাজায় গত প্রায় ৫ মাসে ইসরায়েলি বাহিনীর বোমায় বেশ কয়েকজন জিম্মি নিহত হয়েছেন। শুক্রবার নিহতের মধ্যে দিয়ে সেই সংখ্যা ৭০ জন ছাড়িয়েছে।
উল্লেখ্য, গেলো বছরের ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা গাজার উত্তরাঞ্চলীয় ইরেজ সীমান্তে অতর্কিত হামলা চালিয়ে ১ হাজার ২০০ জন মানুষকে হত্যার পাশাপাশি ২৪০ জন ইসরায়েলি ও বিদেশি নাগরিককে ধরে নিয়ে যায়। অভূতপূর্ব সেই হামলার পর সেদিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী।
এদিকে, আন্তর্জাতিক আদালতের অস্থায়ী রায়কে উপেক্ষা করে ইসরায়েল গাজা উপত্যকায় আক্রমণ ও গণহত্যা অব্যাহত রেখেছে।ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ২৪ ঘণ্টায় ১৯৩ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এখন পর্যন্ত অবরুদ্ধ উপত্যকাটিতে নিহত হয়েছেন ৩০ হাজার ২২৮ ফিলিস্তিনি।তাদের বেশিরভাগই নারী ও শিশু।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর আক্রমণে ৯২০ জন আহত হয়েছেন। খবর আনাদুলু এজেন্সির।
বর্তমানে গাজায় দ্বিতীয় দফা যুদ্ধবিরতির আলোচনা চলছে। মিসরের প্রেসিডেন্ট সামেহ শৌকরি বৃহস্পতিবার জানিয়েছেন, আসন্ন রমজানের আগেই গাজায় দ্বিতীয় দফার যুদ্ধবিরতি শুরু হতে পারে। সেই বরতির মেয়াদ হবে ৪০ দিন।