জাতীয়

বেইলি রোডের ঘটনায় শোক জানিয়ে প্রধানমন্ত্রীকে মোদির চিঠি

রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে  পাঠানো এক চিঠিতে এ শোক প্রকাশ করেন তিনি।

শনিবার (২ মার্চ) ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

হাইকমিশন জানায়, প্রধানমন্ত্রীকে সম্বোধন করে চিঠিতে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) ঢাকার গ্রিন কোজি কটেজ শপিংমলে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় আন্তরিক শোক প্রকাশ করেছেন নরেন্দ্র মোদি। সেইসঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন ভারতের প্রধানমন্ত্রী।

চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন, এই দুঃসময়ে বাংলাদেশের পাশে রয়েছে ভারত। সেইসঙ্গে তার বন্ধুত্বপূর্ণ চিন্তাভাবনা ও প্রার্থনা বাংলাদেশের জনগণের সঙ্গে থাকবে।

উল্লেখ্য, বেইলি রোড ট্র্যাজিডিতে এখন পর্যন্ত ৪৬ জন প্রাণ হারিয়েছে। বার্ন ইউনিটে চিকিৎসাধীন ১১ জনের মধ্যে। ৬ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। বাকি ৫ জনের অবস্থা এখনো শংকামুক্ত নয়।

 

এ সম্পর্কিত আরও পড়ুন