নাটকীয় ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ড্র করলো রিয়াল
নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ও শেষ। এমন সময় ডানপ্রান্ত থেকে ব্রাহিম দিয়াজ ক্রস করেন পেনাল্টি বক্সে। বল যখন হাওয়ায় ভাসছে তখনই রেফারির ম্যাচ শেষ করার লম্বা বাঁশি।
কিন্তু বলটা তো আর রেফারির বাঁশি শুনে থেমে যায়নি, জুড বেলিংহামের হেডে উড়ে যায় জালে। রেফারি বাঁশি বাজানোয় গোলটাও তাই হিসেবে ধরা হলো না।
এরপরই রিয়ালের খেলোয়াড়েরা ঘিরে ধরেন রেফারিকে। ভ্যালেন্সিয়ার খেলোয়াড়েরাও ছুটে আসেন রেফারির দিকে। দুই পক্ষের বাদানুবাদের সময় রেফারিকে কিছু একটা বলে বসেন বেলিংহাম। গোলের বদলে ইংলিশ ফরোয়ার্ডের জোটে লাল কার্ড।
মেস্তায়ায় ভ্যালেন্সিয়া–রিয়ালের নাটকীয় এই ম্যাচটি শেষ পর্যন্ত ড্র হয়েছে ২-২ ব্যবধানে। খেলার শুরুতেই ২ গোল খেয়ে বসে রিয়াল। সেখান থেকে দলকে সমতায় আনেন, নয় মাস আগে এই মাঠে ভ্যালেন্সিয়ার বিপক্ষে খেলতে এসে বর্ণবাদের শিকার হওয়া ভিনিসিয়াস জুনিয়র।
গেল বছরের ২১ মে’তে অনুষ্ঠিত হওয়া সেই ম্যাচের কথা হয়তো কখনোই ভুলতে পারবেন না ভিনিসিয়াস। সেই তিক্ত স্মৃতি নিয়েই জোড়া গোল করেই মেস্তেয়ায় প্রত্যাবর্তনকে স্মরণীয় করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
প্রথমার্ধে মাত্র ৩ মিনিটের ব্যবধানে আচমকাই ২ গোল করে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া।
তবে প্রথমার্ধের যোগ করা সময়েই ব্যবধান কমান ভিনিসিয়াস। এরপর রিয়াল সমতায় ফেরে ৭৬ মিনিটে। ব্রাহিম দিয়াজের বাড়ানো বলে বল জালে পাঠান ২৩ বছর বয়সী ব্রাজিলিয়ান।