স্বাস্থ্য

বিএসএমএমইউর নতুন উপাচার্য হচ্ছেন ডা. দীন মোহাম্মদ নুরুল হক

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পাচ্ছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক দীন মোহাম্মদ নুরুল হক। নতুন ভিসি হিসেবে নিযুক্ত করতে প্রধানমন্ত্রীর কাছে তার নাম পাঠানো হয়েছে।

সোমবার (০৪ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। যেকোনো সময় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে।

দীন মোহাম্মদ বিএসএমএমইউর বর্তমান ভিসি চক্ষুরোগ বিশেষজ্ঞ শারফুদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হবেন। আগামী ২৮ মার্চ শারফুদ্দিন আহমেদের মেয়াদ শেষ হচ্ছে।

দেশব্যাপী চক্ষুরোগী ও চক্ষুবিশেষজ্ঞদের কাছে খুবই প্রিয় ও সুপরিচিত নাম অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক। চক্ষু চিকিৎসক হিসেবে প্রধানমন্ত্রী কর্তৃক সর্বোচ্চ সম্মাননা ডা. আলীম মেমোরিয়াল অ্যাওয়ার্ড লাভ করেছেন এ চিকিৎসক।

কিশোরগঞ্জের কৃতি সন্তান ডা. দীন মোহাম্মদ এলাকার লোকজনের কাছে ‘ননী ডাক্তার’ নামে পরিচিত।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন