আর্কাইভ থেকে বাংলাদেশ

সুনামগঞ্জের পর এবার বিদ্যুৎ বিচ্ছিন্ন সিলেট

বন্যা পরিস্থিতির ভয়াবহতার করণে সিলেট ও সুনামগঞ্জের সব কটি বিদ্যুৎ উপকেন্দ্র সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। 

শনিবার (১৮ জুন) দুপুর ১২টার দিকে ওই দুই জেলার সবগুলো বিদ্যুৎ উপকেন্দ্র বন্ধ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন সিলেট জেলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন।

এর আগে শুক্রবার (১৭ জুন) বন্যায় ভয়াবহ বিপর্যয়ের মধ্যে পড়া সুনামগঞ্জ জেলাসহ ১৬ উপজেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ভারী বর্ষণ ও উজানের ঢলে সদর, ছাতক, দোয়ারাবাজার, তাহিরপুর ও বিশ্বম্ভপুর উপজেলার প্রায় সব বসতঘরে পানি প্রবেশ করেছে। দুর্ঘটনা এড়াতে ছাতক ও সুনামগঞ্জ গ্রিড উপকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ  করা হয়। এতে সুনামগঞ্জ জেলা ও সংলগ্ন এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

 ইতোমধ্যে বন্যার পানি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে প্রবেশ করেছে। এরপর পরিস্থিতির অবনতি হওয়ায় বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। 

বিস্তারিত আসছে...

এ সম্পর্কিত আরও পড়ুন