রেলস্টেশন সচল, ঢাকা-সিলেট রেল যোগাযোগ স্বাভাবিক
রেলস্টেশন থেকে বন্যার পানি নেমে যাওয়ায় ঢাকা-সিলেট রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। রোববার (১৯ জুন) সকালে বন্যার পানি নেমে গিয়েছে বলে জানান সিলেট রেল স্টেশন ম্যানেজার মো. নুরুল ইসলাম।
শনিবার (১৮ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে বন্যার পানি ঢুকে পড়ায় সিলেট রেল স্টেশনও বন্ধ ঘোষণা করা হয়েছিল।
এদিকে, মধ্যরাত থেকে কমতে শুরু করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বন্যার পানি।
সরেজমিন দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের কিলোরোড, বিভিন্ন একাডেমিক ভবন, মেয়েদের দুই হল, প্রশাসনিক ভবনের সামনে থেকে বন্যার পানি নেমে গেছে। যেসব জায়গায় কোমরপানি ছিল, তা এখন হাঁটুপানিতে নেমে এসেছে।
তবে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পাহাড়ি ঢল আর অতি ভারি বৃষ্টিতে নদনদী ও হাওড়ের পানি বাড়া অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির আরও বিস্তৃতি ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সিলেট স্বাস্থ্য বিভাগীয় কার্যালয়ে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। ওই কক্ষের সঙ্গে ০১৭১৬২৬০২১১ এবং ০১৭১৫৫০০৮৩৯ নম্বরে যোগাযোগ করা যাবে।
এদিকে সিলেটে রোববার (১৯ জুন) থেকে ৪৮ ঘণ্টা ভারি থেকে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
টিআর