বাংলাদেশের বিপক্ষে চ্যালেঞ্জিং সংগ্রহ শ্রীলঙ্কার
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে শুরুতে ব্যাট করতে নেমে চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছে শ্রীলঙ্কা। নির্ধারিত ওভার শেষে ৫ উইকেট হারিয়ে লঙ্কানরা সংগ্রহ করেছে ১৬৫ রান।
বুধবার (৬ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথমে ব্যাট করতে নেমে ৭ বল খেলে কোন রান না করেই আউট হন আভিস্কা ফার্নান্ডো।
এরপর কুশল মেন্ডিস ও কামিন্দু মেন্ডিস মিলে গড়েন ৬৬ রানের জুটি। ২২ বলে ৩৬ রান করে কুশল আউট হয়ে গেলে ২৭ বলে ৩৭ রান করে ফিরে যান কামিন্দু।
তারপর সাদিরা সামারাবিক্রমা ৭, অধিনায়ক চারিত আসালাঙ্কা ২৮, অ্যাঞ্জেলো ম্যাথুস ৩২ ও দাসুন শানাকার ২০ রানের সুবাধে ১৬৫ রানের সংগ্রহ পায় শ্রীলঙ্কা।