দেশজুড়ে

মাদক ও অস্ত্র নিয়ে কিশোর গ্যাং লিডারসহ গ্রেপ্তার ৩

রাজশাহীতে মাদক ও অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৫ (র‌্যাব) সদস্যরা। বুধবার (৬ মার্চ) রাতে সাড়ে ১০টার দিকে রাজশাহী নগরীর ছোটবনগ্রাম এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ৬৫ গ্রাম গাঁজা, ১০ টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, টিপ চাকু চারটি, কলটি একটি, কাঠের টুকরা, তিন মোবাইল ও চারটি সিম কার্ড জব্দ করা হয়। বৃহস্পতিবার সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে র‌্যাব-৫।

গ্রেপ্তাররা হলো, ছোটবনগ্রাম স্কুল মোড় এলাকার সানোয়ার হোসেন সেলিমের ছেলে সাব্বির ওরফে কানা সাব্বির (২১), পূর্বপাড়া এলাকার তৈমুর ইসলামের ছেলে তন্ময় ইসলাম (২৫), স্কুল মোড়ের সেলিম বাবুর ছেলে নাজমুল (২৩)। কানা সাব্বির গ্যাং লিডার বলে জানিয়েছে র‌্যাব-৫।

র‌্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, নগরীর ছোটবনগ্রাম উত্তরপাড়া এলাকায় একজনের বাড়ির পেছনে তারা মাদক সেবন করছিল। সেখানে র‌্যাব অভিযান চালায়। এর মধ্যে চারজন পালিয়ে গেলেও তিনজনকে ধরে ফেলে র‌্যাব। তারা ছিনতাই করে সেই টাকা দিয়ে গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বিভিন্ন মাদকদ্রব্য সেবন করে।

তাদের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মামলা দায়ে করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

এ সম্পর্কিত আরও পড়ুন