বাস খাদে পড়ে তিন জন নিহত
ফরিদপুরের ভাঙ্গায় বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন।
বৃহস্পতিবার (৭ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার চুমুরদী এলাকায় এলপিজি ফিলিং স্টেশনের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মামুন আল রশিদ।
পুলিশ জানায়, বরগুনা থেকে ইমরান ট্রাভেলসের (রেজি নং- ঢাকা মেট্রো ব-১২-৩০২০) একটি বেপরোয়াগতিতে বরগুনা থেকে ঢাকায় আসার পথে ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারায়। এতে বাস উল্টে ঘটনাস্থলে শফিকুল ইসলাম সুরুজ (৪৫) ও অজ্ঞাত একজন ব্যক্তি ঘটনাস্থলে নিহত হন। এছাড়া হাসপাতালে নেয়ার পরে আরও একজন মৃত্যুবরণ করেন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ পরিচালনা করেন।
ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক মো. নোমান শিকদার জানান, বাসটি হাইওয়ে থানা হেফাজতে আনা হয়েছে। বাসটির চালক ও হেলপার পলাতক থাকায় তাদেরকে আটক করা যায়নি। মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।