ক্রিকেট

বোর্ড সভায় বসছে বিসিবি

আগামীকাল শনিবার (৯ মার্চ) বোর্ড সভায় বসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। দুপুর ১২ টা নাগাদ শুরু হবে এই সভা। শুক্রবার (৮ মার্চ) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশনস বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।

সভায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সহ বোর্ডের ২৫ পরিচালক উপস্থিত থাকবেন। এই সভার প্রধান অ্যাজেন্ডা থাকবে, আসন্ন এজিএম নিয়ে পরিকল্পনা করা। বকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসেই অনুষ্ঠিত হতে পারে বিসিবির এ জি এম।

সবশেষ ২০২২ সালের জুনে সবশেষ বিসিবির এজিএম অনুষ্ঠিত হয়েছিল। এরপর পেরিয়ে গেছে প্রায় ২০ মাস, এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে আরও একটি এজিএম। চলতি মাসেই হতে পারে বিসিবির এই বার্ষিক সভা। আগামীকাল বোর্ড সভা শেষে এজিএমের চূড়ান্ত তারিখ জানা যাবে।

এ জি এম ছাড়াও নির্মাণাধীন শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আলোচনা করতে পারেন বোর্ড পরিচালকরা। এসব কিছুর বাইরে আরও দুই বা তিনটি বিষয় নিয়ে সভায় আলোচনা হতে পারে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন