আন্তর্জাতিক

রাস্তায় জুমার নামাজ আদায় করায় মুসল্লিদের লাথি মারলো দিল্লি পুলিশ

পবিত্র জুমার দিনে ব্যস্ত রাস্তায় নামাজ আদায় করায় মুসল্লিদের লাথি এবং নির্যাতনের অভিযোগ উঠেছে দিল্লি পুলিশের বিরুদ্ধে। শুক্রবার (৮ মার্চ) এনডিটিভির এক খবরে এ তথ্য জানানো হয়।

মুসল্লিদের মারধরের ঘটনার ৩৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যাচ্ছে- দিল্লির ইন্দারলোক এলাকায় একটি মসজিদের বাইরে ব্যস্ত রোডে নামাজ আদায়ের জন্য মুসল্লিরা ভিড় করেন। এ সময় ওই মুসল্লিদের ওপর লাঠিপেটা করেন পুলিশের ইনচার্জ।

অন্য আরও একটি ভিডিওতে দেখা যাচ্ছে, পুলিশের ওই কর্মকর্তা নামজরত মুসল্লিদের ধাক্কা দিচ্ছেন। শুক্রবারের এ ঘটনায় পুলিশের ওই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।

দিল্লি উত্তর জোনের পুলিশের ডেপুটি কমিশনার এমকে মিনা বলেন, এ ঘটনায় ওই পুলিশের সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

পুলিশের একটি সূত্র এনডিটিভিকে জানায়, তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে। এদিকে এ ঘটনার পর মুসল্লিরা ওই পুলিশের বিচার চেয়ে রাস্তা অবরোধ করেন। তারা জানায়, মসজিদের ভেতরে কোনো জায়গা ছিল না। এজন্য রাস্তায় তাদের নামাজ আদায় করতে হয়েছে।

এ ঘটনাকে লজ্জাজনক বলে মন্তব্য করেছে কংগ্রেসের দিল্লি শাখা।

এ সম্পর্কিত আরও পড়ুন