ক্রিকেট

ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করলেন মাসাকাদজা

ভারত বিশ্বকাপে অংশ নিতে পারেনি জিম্বাবুয়ের। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও জায়গা করতে পারেনি আফ্রিকা মহাদেশের দেশটি। আর এই ব্যর্থতার বৃত্ত থাকার দায় কাঁধে নিয়ে পদত্যাগ করেছেন জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হ্যামিল্টন মাসাকাদজা।

চার বছর ধরে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের ‘ডিরেক্টর অব ক্রিকেট’ পদে দায়িত্ব পালন করে আসছিলেন জিম্বাবুয়ের সাবেক এই অধিনায়ক। পদত্যাগপত্রে মাসাকাদজা বলেছেন, ‘আমাদের ক্রিকেটের সাফল্য-ব্যর্থতা ও আমার দায়িত্ব নিয়ে সতর্কভাবে বিবেচনার পরই এই সিদ্ধান্ত নিয়েছি।

‘যদিও আমার সময়ে যথেষ্ট অগ্রগতি হয়েছে, তারপরও এটা সত্যি যে, উগান্ডার কাছে হতাশাজনক পরাজয়ের কারণে আমরাই একমাত্র পূর্ণ সদস্য দেশ, যারা আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পারছি না।’

 

এ সম্পর্কিত আরও পড়ুন