আর্কাইভ থেকে বাংলাদেশ

তিস্তায় পানি বিপদসীমার ২৮ সেন্টেমিটিার উপরে

তিস্তা নদীর পানি নীলফামারীর ডালয়িা পয়ন্টে বিপদসীমার ২৮ সেন্টেমিটিার উপর দিয়ে  প্রবাহতি হচ্ছে। সকালরে পর থেকে নদীতে পানি বাড়তে থাকে।

আজ সোমবার (২০ জুন) সকাল ৯টায় বিপদসীমার ৭ সেন্টেমিটিার এবং সকাল নয়টায় বিপদসীমার তিন সেন্টেমিটিার নিচ দিয়ে প্রবাহতি হলে দুপুর ১২টায় বিপদসীমা ছাড়িয়ে ২৮ সেন্টেমিটিার উপর দিয়ে প্রবাহতি হতে থাকে। পরিস্থিতে নিয়ন্ত্রণে ব্যারজেরে সবকটি (৪৪টি) জলকপাট খুলে রেখেছে র্কতৃপক্ষ।

পানি উন্নয়ন র্বোড ডালয়িা ডভিশিনরে নর্বিাহী প্রকৌশলী আসফাদৌলা বলনে, উজানরে ঢলরে কারণে পানি বেড়েছে তিস্তায়।

আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি পরিস্থিতি নিয়িন্ত্রণে। তবে কোন ক্ষয়ক্ষতি হয়নি তিস্তা এলাকায়।

এদিকে জেলা প্রশাসক খন্দকার ইয়াসরি আরফেীন জানান, কয়কেদনিরে পানি উঠা নামায় ডমিলা ও জলঢাকা উপজলোর দুই শতাধকি পরবিার পানি বন্দি হয়ে পড়ে। এসব পরবিারগুলোর মাঝে আমরা চাল ও শুকনো খাবার বতিরণ করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন